আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দলীয় মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন,‘বিএনপি একটি বড় দল,দলের একাধিক প্রার্থী থাকতে পারেন। সবাইকে সাথে নিয়ে,তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী নির্বাচন পরিচালনা করবো। যারা মনোনয়নপ্রত্যাশী ছিলেন,তাদের সাথে ইতোমধ্যে আমি যোগাযোগ করেছি। তাদের বাসায় যাবো। এদের সবাইকে সঙ্গে নিয়েই আমি নির্বাচন পরিচালনা করবো। তাদের অভিজ্ঞতা দিয়েই নির্বাচন পরিচালনা করা হবে। আমরা সুশৃঙ্খলভাবে,শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা করতে চাই। পাবনা-৩ হবে গণতন্ত্রের সর্বোচ্চ চর্চার জায়গা। বিগত সরকারের সময় জনগণ ভোট দিতে পারেননি। ফ্যাসিস্ট সরকার দিনের ভোট রাতে করেছে,ভোটাধিকার হনন করেছে। এখন দেশে গণতন্ত্র পরিবেশ বিরাজ করছে। দীর্ঘবছর পর আগামী নির্বাচনে জনগণ ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) রাতে চাটমোহর উপজেলার বোঁথড়ে অবস্থিত তাঁর নির্বাচনী কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনের শুরুতেই হাসান জাফির তুহিন বলেন,দল আমাকে পাবনা-৩ আসনে বিএনপির পক্ষ থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করার জন্য আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি মহান স্বাধীনতার ঘোষক,বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমাকে এই দল থেকে এই অঞ্চলে নমিনেশন দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জানাই। একইসাথে এই অঞ্চলের জনগণের পক্ষ থেকে,আমার দলের পক্ষ থেকে আমি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই।
বিএনপির এই প্রার্থী বলেন,‘আগামী নির্বাচন সহজ নির্বাচন নয়। তিন উপজেলা মিলে একটি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠণ করা হবে,তিন উপজেলায় কমিটি গঠণ করা হবে। অন্য যে দলের প্রার্থী রয়েছেন,তাদের আহবান জানাবো,আমরা আজকে থেকে নির্বাচন শেষ করা পর্যন্ত আমাদের এলাকায় শান্তিপূর্ণ উপায়ে সহঅবস্থানের মধ্য দিয়ে কোন কাদা ছোঁড়াছুড়ি না করে,কোন ব্যক্তিগত আক্রমণ না করে,শুধু দলীয় আদর্শকে সামনে নিয়ে প্রচার করে জনগণকে আকৃষ্ট করবো। জনগণের যাকে ভালো লাগবে,তাকেই ভোট দেবেন। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সংযম দেখিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করবো। আসুন আমরা সবই মিলে শান্তিপূর্ণ সহঅবস্থান ও গণতন্ত্র পরিবেশে যাতে সকলে ভোট দিতে পারে। সেই পরিবেশ সৃষ্টি করি। গণতন্ত্রের সর্বোচ্চ চর্চার জায়গায় পরিণত করবো। আমরা অন্যের কথা শুনবো,নিজেরাও মানবো।
তুহিন আরো বলেন,‘নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন,কৃষি ক্ষেত্রের উন্নয়নসহ সর্বত্র সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে সচেষ্ট থাকবো।
পাবনা-৩ আসন সারাদেশের মধ্যে একটি অবহেলিত এলাকা। এই এলাকায় শান্তি প্রিয় মানুষের বসবাস। তাদের উন্নয়নে আমি কাজ করবো।
তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করার পাশাপাশি ভুল সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন,এখন থেকে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত আমাকে সহযোগিতা করবেন। কোনভাবেই যেন তথ্য বিভ্রাট না হয়। আপনারা এমনভাবে সংবাদ পরিবেশন করবেন,কোন প্রকার উত্তেজনার সৃষ্টি না হয়,কোন প্রকার ভুল বোঝাবুঝির যাতে সৃষ্টি না হয়। এলাকার পরিবেশ যাতে নষ্ট না হয়। এলাকাটি আপনাদের,এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকলে,আমরা ভালো থাকবো। তিনি উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসনসহ সকলের পূর্ণ সহযোগিতা তিনি কামনা করেন। হাসান জাফির তুহিন পাবনা-৩ আসনের ভোটারদের ধানের শীষকে বিজয়ী করার আহবান জানান।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি তিনি বলেন,স্বল্প সময়ের মধ্যে তিন উপজেলার সাংবাদিকদের ডেকে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে হাসান জাফির তুহিনের সহধর্মিনী নিলুফা জাফির,পুত্র ইফতিশাম জাফির,কৃষকদলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক অধ্যাপক শামসুর রহমান শামস,বিএনপির ঢাকা মহানগর নেত্রী এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা,চাটমোহর পৌর বিএনপির সভঅপতি আসাদুজ্জামান আরশেদ,উপজেলা বিএনপির নেতা অধ্যক্ষ আঃ রহিম কালু,সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক,সাবেক চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন,ভিপি সেলিম রেজা,অধ্যক্ষ মাহমুদুল আলম,পৌর বিএনপির সাবেক সভাপতি এ এম জাকারিয়া,সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,জাহঙ্গীর আলম লিখন বিশ্বাস,মোহাম্মদ আলী সরকার,ফরিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুল,সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম খান,সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আব্দুদ দায়েন মঞ্জু,বিএনপি নেতা রফিকুল ইসলাম,এনামুল হক,চাটমোহর উপজেলা যুবদল আহবায়ক গোলজার হোসেন,পৌর যুবদলের আহবায়ক তানভীর জুয়েল লিখন,কৃষকদলের আহবায়ক লিটন বিশ্বাস,ছাত্রদলের আহবায়ক ফুলচাঁদ হোসেন শামীমসহ চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।