পাবনার চাটমোহরে মা ও মিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ‘সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অব দি মাদার এন্ড চাইল্ড বেনিফিট প্রোগ্রাম প্রকল্পের আওতায় দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুসা নাসের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর পাবনার উপ-পরিচালক মোঃ জিলাল উদ্দিন। কর্মশালায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ মাহমুদা সুলতানা। আলোচনায় অংশ নেন,থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম,উপজেলা প্রকৌশলী এনামুল কবির,পৌরসভার সহকারী প্রকৌশলী রাফিউল বারী,উপজেলা শিক্ষা কর্মকর্তা আঃ গণি,সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ। কর্মশালায় ভার্চ্যুয়ালি যোগ দেন প্রকল্প পরিচালক।
কর্মশালায় পৌর এলাকায় মাতৃত্বকালীন ভাতাভোগির সংখ্যার লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় ব্যাপক প্রচার করার প্রস্তাবনা দেওয়া হয়। একইসাথে মনিটরিং কার্যক্রম জোরদার,ব্যাংক একাউন্টের নিশ্চয়তাসহ বিভিন্ন বিষয়ে প্রস্তবনা দেওয়া হয়।