হাট-বাজারে চাল, ডাল. তেল এবং আটাসহ অধিকাংশ দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় সমাজে ভিক্ষুকদের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। ফলে সরকারিভাবে দুই টাকা অচল ঘোষণা করা না হলেও পাবনার সুজানগরের ভিক্ষুকরা দুই টাকা ভিক্ষা নিতে অনীহা প্রকাশ করছে। তারা দুই টাকার পরিবর্তে পাঁচ টাকা ভিক্ষা চাইছে। এতে উপজেলার নিম্ন আয়ের মানুষ ভিক্ষা দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন সুজানগর পৌর বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজার ও বাসা-বাড়িতে ভিক্ষা নিতে প্রচুর ভিক্ষুক আসে। বিশেষ করে শুক্রবারে ওই সকল হাট-বাজার এবং বাসা বাড়িতে অগণিত ভিক্ষুকের সমাগম হয়। ওই সকল ভিক্ষুকরা এতোদিন দুই টাকা ভিক্ষা নিলেও বর্তমানে দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় তারা দুই টাকার পরিবর্তে পাঁচ টাকা ভিক্ষা দাবি করছে। উপজেলার চরমানিকদীর গ্রামের ভিক্ষুক শিফালী খাতুন বলেন হাট-বাজারে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওযায় দুই টাকায় কোন জিনিসপত্র পাওয়া যায়না। সেকারণে আমরা দুই টাকার পরিবর্তে পাঁচ টাকা ভিক্ষা দাবি করছি। উপজেলার মানিকদীর গ্রামের ভিক্ষুক চায়না খাতুন বলেন বর্তমান বাজারে দুই টাকায় কোন কিছু পাওয়া যায়না। আর তাই বর্তমানে আমরা পাঁচ টাকার কম ভিক্ষা নিচ্ছিনা। অবশ্য সেকারণে তারা ভিক্ষা কম পাচ্ছেন বলেও মালেকা খাতুন নামে একজন ভিক্ষুক জানান।