সুনামগঞ্জের দুই আসনে বিএনপি প্রার্থী না থাকায় আলোচনা-সমালোচনা, সম্ভাবনায় এনসিপি

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) :
| আপডেট: ৪ নভেম্বর, ২০২৫, ০৬:০৪ পিএম | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৫, ০৬:০৪ পিএম
সুনামগঞ্জের দুই আসনে বিএনপি প্রার্থী না থাকায় আলোচনা-সমালোচনা, সম্ভাবনায় এনসিপি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন।

ঘোষিত তালিকায় সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সুনামগঞ্জ-১, সুনামগঞ্জ-৩ ও সুনামগঞ্জ-৫ আসনে প্রার্থী চূড়ান্ত হলেও সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪ আসনে কোনো প্রার্থী ঘোষণা না হওয়ায় জেলায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

বিএনপি ঘোষিত তালিকা অনুযায়ী-সুনামগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক।

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এবং

সুনামগঞ্জ-৫ আসনে জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন মনোনীত হয়েছেন।

তবে সুনামগঞ্জ-২ আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরীসহ ছয়জন সম্ভাব্য প্রার্থী মাঠে থাকলেও শেষ পর্যন্ত প্রার্থী ঘোষণা না করায় হতাশা দেখা দিয়েছে বিএনপি মহলে। এদিকে, এই ঘোষণায় আনন্দে ভাসছে এনসিপি নেতাকর্মীরা। আলোচনায় রয়েছে-বিএনপি-এনসিপি জোট গঠিত হলে এই আসনে এনসিপির কেন্দ্রীয় নেতা অনিক রায়কে প্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে।

অন্যদিকে, সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল, সাবেক সিনিয়র সহসভাপতি দেওয়ান জয়নুল জাকেরিন, সাবেক সহসভাপতি আবুল মনসুর মো. শওকত এবং ব্যারিস্টার আবিদুর রহমান আবিদ প্রার্থী হওয়ার প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত এই আসনে কোনো নাম ঘোষণা করা হয়নি। জানা গেছে, দেওয়ান জয়নুল জাকেরিনকে প্রার্থী ঘোষণা করা হলে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছিলেন।

এ আসনে প্রার্থী চূড়ান্ত না হওয়ায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। সমর্থকরা এর দায়ভার দলের কেন্দ্রীয় নেতৃত্বের ওপর চাপাচ্ছেন। এদিকে, এনসিপির স্থানীয় নেতারা দাবি করছেন, হাছন রাজা পরিবারের সদস্য ও সুনামগঞ্জ জেলা এনসিপির সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরীকে এই আসনে প্রার্থী করতে চায় দলটি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সুনামগঞ্জের এই দুই আসনে বিএনপি প্রার্থী না দেয়ার পেছনে সম্ভাব্য জোট সমন্বয়ের কৌশল থাকতে পারে। তবে শেষ পর্যন্ত বিএনপি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে নাকি জোটগত সমঝোতায় যাবে-তা জানা যাবে আসন্ন দিনগুলোতে।

আপনার জেলার সংবাদ পড়তে