বরিশাল-১ আসন আবারও উপহার দিবো বেগম খালেদাকে: জহির উদ্দিন স্বপন

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৫, ০৬:১০ পিএম
বরিশাল-১ আসন আবারও উপহার দিবো বেগম খালেদাকে: জহির উদ্দিন স্বপন

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন।

তিনি মনোনয়ন পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, দল আমার উপরে আস্তারাখার জন্য ও  এলাকাবাসীর দোয়া সমথনের কারনে ৪র্থ বারে মতো আমাকে ধারের শীষের প্রতীক দিয়ে প্রার্থী মনোনিত করেছে। দুইবার ধারের শীষ প্রতীকে জনগণ আমাকে ভোটদিয়ে নির্বাচিত করেছেন। ফ্যাসিবাদ আন্দোলনে আমার নেতৃত্বে আমার সাথে থেকে আপনারা লড়াই,সংগ্রাম করেছেন। কারাবন্দী থাকাকালিনসময় আমার মুক্তিনজন্য আপনারা আন্দোলন করেছেন। দলের নেতা-কার্মীরা তিন দশক ধরে আমার সাথে ত্যাগ শিকার করেছেন। আমার এই প্রাপ্তী আমাদের সহ কর্মীদের অরজন।

 ফ্যাসিবাদ সংগ্রামে গৌরনদী-আগৈলঝাড়ার ৬জন শহীদ হয়েছেন। দেশে হাজার হাজার নেতা-কর্মী আত্যত্যাগ করেছেন, প্রাণ দিয়েছেন। আমি তাদের আত্মার মাগফেরত কামনা করছি।

আগামী ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন জনগণের ভোটে জনপ্রতিনিধিত্যশিল সরকার গঠনের নির্বাচন। এই নির্বাচনে আমি আপনাদের সকলার সহযোগিতা চাই, ধানের শীষের বিজয়েজেন্য ভোট চাই। আগামী ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিতাব্য জাতীয় নির্বাচন ঐক্যব্দভাবে বিজয়ী করতে হবে। আমরা ঐক্যব্দভাবে  বরিশাল -১ আসনকে আমরা আবারও  উপহার দিবো মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায় তারেক রহমানকে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভব্য প্রার্থীদের নাম ঘোষনা করেছেন বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানের বিএনপির চেয়ারপার্সনের কার্য্যলয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষনা করেন।

গৌরনদী-আগৈলঝাড়া দুই উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনের মনোনয়ন পেয়েছেন জহির উদ্দিন স্বপন। তিনি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক এমপি।

আপনার জেলার সংবাদ পড়তে