হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিম

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) :
| আপডেট: ৪ নভেম্বর, ২০২৫, ০৬:৩৭ পিএম | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৫, ০৬:৩৭ পিএম
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিম

ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন (হো) এর প্রতিনিধিবৃন্দ ও পরিদর্শন টিম চট্টগ্রামের  হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রস্তাবিত ৬০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য নির্ধারিত জায়গা ও মেখল ইউনিয়নের জান আলী চৌধুরী বাড়ি সংলগ্ন রহিমপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন

সোমবার  সকালের দিকে প্রথমে হো এর প্রতিনিধিবৃন্দরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কান্তি মজুমদার তাদের স্বাগত জানান।

পরিদর্শন টিমে ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) দপ্তরের উপ-পরিচালক ডা.কমরুল আযাদ, ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন (হো) এর পাবলিক হেল্থ টেকনিক্যাল অফিসার মিস আরিসারাওয়ান সুকনাওরাত, 'হো' এর এসআইএমও ডাঃ এফ.এম জাহিদ এবং হো এর অন্যান্য প্রতিনিধিবৃন্দরা। 

এসময় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহানিয়া আক্তার বিল্লাহ সহ সকল কনসালটেন্ট, মেডিকেল অফিসারবৃন্দ,এমটি ইপিআই মো.ইব্রাহীম,স্যানিটারি ইন্সপেক্টর ওমর ফারুক, স্বাস্থ্য পরিদর্শক(ইনচার্জ) মোঃ কামাল উদ্দীন সহ সকল কর্মকর্তা - কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

অপরদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত) অধ্যাপক ডা: খায়ের আহমেদ চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা: এবি এম আবু হানিফ। পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: সেখ ফজলে রাব্বি , চট্টগ্রাম জেলার  সিভিল সার্জন ডা: জাহাঙ্গীর আলম চৌধুরী, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তাপস কান্তি মজুমদার পৌরসভার ফটিকার কড়িয়ার দিঘীর পাড় এলাকায় প্রস্তাবিত ৬০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য নির্ধারিত জায়গা ও মেখল ইউনিয়নের জান আলী চৌধুরী বাড়ি সংলগ্ন রহিমপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে