জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে খুলনা জেলা আইনজীবী সমিতির এক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ২ টায় সমিতির ১নং হলরুমে খুলনায় বিএনপির নমিনেশন প্রাপ্ত বিএনপির নেতৃবৃন্দদেরকে অভিনন্দন জানানোর লক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, ফোরামের সভাপতি সেখ মাসুদ হোসেন রনি। ফোরামের সদস্য সচিব আসাদুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল মালেক, অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, অ্যাডভোকেট সেখ নুরুল হাসান রুবা, অ্যাডভোকেট সত্য গোপাল ঘোষ, অ্যাডভোকেট মোল্লা মাসুম রশিদ অ্যাডভোকেট মশিউর রহমান নান্নু, অ্যাডভোকেট শরিফুল ইসলাম জোয়ার্দার খোকন, অ্যাডভোকেট এ কে এম শহিদুল আলম, অ্যাডভোকেট তৌহিদুর রহমান তুষার, অ্যাডভোকেট এটি এম মনিরুজ্জামান মুরাদ, অ্যাডভোকেট এস এম মুজিবর রহমান, অ্যাডভোকেট আবুল হোসেন হাওলাদার, অ্যাডভোকেট মাহফুজুর রহমান মফিজ, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশিদ, অ্যাডভোকেট মুনজিলুর রহমান, অ্যাডভোকেট বজলুর রহমান রাজা, অ্যাডভোকেট মিলন কান্তি শীল সহ অন্যান্য আইনজীবী বৃন্দ। বক্তারা খুলনা জেলায় বিএনপির নমিনেশন প্রাপ্ত নেতা খুলনা-২ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ রকিবুল ইসলাম বকুল, খুলনা- ৪ আজিজুল বারী হেলাল, খুলনা- ৫ আলী আসগর লবী, খুলনা-৬ এস এম মনিরুল হাসান বাপ্পী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ী করার জন্যে সর্বাত্মক কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এলাকাভিত্তিক কমিটি করে আইনজীবীরা প্রত্যেক প্রার্থীর সাথে থেকে নির্বাচনি প্ররোচনায় অংশগ্রহণ করবে। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে বাংলাদেশের জনগণের প্রিয় প্রতীক ধানের শীষের জয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ।