বিগ ব্যাশে খেলা হচ্ছে না রবিচন্দ্রন অশ্বিনের। চোটের কারণে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর আগেই ছিটকে গেছেন তিনি। হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে অশ্বিনের। এ কারণেই খেলতে পারবেন না তিনি। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে খেলার কথা ছিল অশ্বিনের। কিন্তু তা হচ্ছে না। অশ্বিন জানিয়েছেন, তিনি বিগ ব্যাশের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। আর প্রস্তুতির সময়ই হাঁটুতে চোট পান। চিকিৎসক জানিয়েছেন, তার হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে। এবারের বিগ ব্যাশ ১৪ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। সেই সময় পাওয়া যাবে না অশ্বিনকে। অশ্বিনের দল সিডনি থান্ডার তাকে নিয়ে একটি বিবৃতি দিয়েছে। সেখানে অশ্বিন বলেছেন, ‘বিগ ব্যাশ খেলতে না পেরে খুবই হতাশ। এখন আমি সুস্থ হওয়ার দিকে মনযোগ দিয়েছি। আগের থেকেও ফিট হয়ে ফিরতে চাই। সিডনি থান্ডার যে বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছে তার প্রতিদান দিতে চাই। যদি রিহ্যাব ভালো হয় তাহলে আসরের শেষের দিকে সিডনি যাব। সেখানে দলের ক্রিকেটার ও সমর্থকদের সঙ্গে দেখা করব। থান্ডারকে শুভেচ্ছা।’ সিডনি থান্ডারের জেনারেল ম্যানেজার ট্রেন্ট কোপল্যান্ড জানিয়েছেন, তারা অশ্বিনকে স্বাগত জানাতে মুখিয়ে ছিলেন। এই পরিস্থিতিতে অশ্বিনের চোট তাদের জন্য বড় ধাক্কা। অশ্বিনের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। কোপল্যান্ড আশা করছেন, আসরের শেষ দিকে দলের সঙ্গে যোগ দেবেন অশ্বিন। তিনি খেলতে না পারলেও তার অভিজ্ঞতা বাকিদের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারবেন।