রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে মদপান করে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন, মো: বাপ্পী (২৪), ইমতিয়াজ আহম্মেদ স্বচ্ছ (১৯), শান্ত দাস (২০), তীর্থ সাহা (১৯), ফারহান সাদিক সিয়াম (১৯) ও সাদাত ইয়াছির (১৯)। বুধবার (১ জানুয়ারি) বিকালে পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশের সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় ডিউটি করছিল। এসময় তাঁরা নিউ গভ: ডিগ্রি কলেজের সামনে রাস্তায় মদ্যপান করে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ৬ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো করা হয়েছে।রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আরএমপির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।