মুক্তাগাছায় মাদক কারবারীদের হামলায় কলেজ শিক্ষক আহত

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৫, ০৭:৩৪ পিএম
মুক্তাগাছায় মাদক কারবারীদের হামলায় কলেজ শিক্ষক আহত

মুক্তাগাছায় আলামিন নামের এক কলেজ শিক্ষককে লোহার রড দিয়ে পিটিয়ে ও রামদা দিয়ে কুপিয়ে জখম করেছে মাদক কারবারীরা। প্রতিবাদে মাদক কারবারীর আখড়া ও দোকান ভেঙে দেয় এলাকাবাসী।

মঙ্গলবার সকালে মুক্তাগাছা উপজেলার শ্রীপুর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত শিক্ষক আলামিন মানকোন ইউনিয়নের  শ্রীপুর বাজার এলাকার সেকান্দর আলীর পুত্র ও বিনোদবাড়ী আইডিয়াল কলেজের হিসাবজ্ঞিানের শিক্ষক। এলাকাবাসীর অভিযোগ স্থানীয় রাজনৈতিক দলের নেতা ও প্রভাবশালীদের ছত্রছায়ায় এলাকায় মাদক কারবারিরা মাদকের কারবার চালিয়ে যাচ্ছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও নেই বলে জানায় এলাকাবাসী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাতে স্থানীয় এক ব্যক্তিকে মাদক কারবারীরা মারধর  করলে আলামিনসহ এলাকার কয়েকজন যুবক ওই ঘটনার প্রতিবাদ করেন এবং এলাকায় মাদক কারবার বন্ধের আহ্বান জানান। এর জের ধরে মঙ্গলবার সকাল ৯টায় আলামিন কলেজের উদ্দেশ্যে বের হলে পথিমধ্যে মিজানের দোকানের সামনে মুজাটি গ্রামের জালাল উদ্দিনের ছেলে রায়হান (২৮) ও তার শ্যালক শ্রীপুর গ্রামের পরাগ (২৮) পথরোধ করে তার ওপর লোহার পাইপ ও রড, রামদা দিয়ে  হামলা চালায়। তারা আলামিনকে মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এতে শিক্ষকের ডান হাত ও বাম পা ভেঙ্গে যায় এবং বাম হাতের আঙ্গুল থেতলে গেছে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্থানীয়রা জানান, আব্দুল হাই, পরাগ ও রায়হান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। কেউ তাদের বাঁধা দিতে গেলে হামলার শিকার হন। এ ঘটনায় মানকোন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফেরদৌস হক হীরা তীব্র নিন্দা জানিয়ে বলেন, “মাদক কারবারীদের বিরুদ্ধে ইউনিয়ন বিএনপি সবসময় সজাগ রয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করছি।” এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন গোপ বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অনেকেই বিভিন্ন কথা বলছে, তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে