ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত দোয়া ও সভা

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৫, ০১:০৭ পিএম
ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত দোয়া ও সভা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হওয়ায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৫ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপালের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী।

বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, “আমার বাবা আল্লামা সাঈদী এই হাসপাতালকে আধুনিকায়নের জন্য অনেক চেষ্টা করেছেন। তিনি সংসদ সদস্য থাকা অবস্থায় এই উপজেলা রূপান্তরিত হয়েছিল। যদি আমি এই আসনে পুনরায় এমপি হিসেবে নির্বাচিত হতে পারি, তাহলে এই হাসপাতালকে আধুনিকতার রূপে রূপান্তরিত করবো। শুধু হাসপাতাল নয়, সকল ক্ষেত্রেই আমার উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়ালিউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী’র সাবেক আমির হাবিবুর রহমান, বর্তমান আমির মাওলানা আলী হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল মৃধা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম এবং প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ নাসির উদ্দিন, সার্জারি কনসালটেন্ট ডা. সাইদুর রহমান, ডা. মিনময় পর্দার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. রমজান আলী।

দীর্ঘ ১৬ বছর পর ইনডোর সেবা চালু

উল্লেখ্য, ২০০৮ সালে ৩১ শয্যা নিয়ে যাত্রা শুরু করা ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১৬ বছর পর ইনডোর সেবা চালু করা সম্ভব হয়েছে। তবে এখনও চিকিৎসক ও জনবল সংকট রয়েছে।

প্রায় লক্ষাধিক জনসংখ্যার এই উপজেলায় পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ডাক্তার ও জনবল নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টরা।