চিরিরবন্দরে মাংস ব্যবসায়ীকে জরিমানা

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৫, ০২:৩৪ পিএম
চিরিরবন্দরে মাংস ব্যবসায়ীকে জরিমানা

দিনাজপুরের চিরিরবন্দরে অসুস্থ গরু জবাই করার অপরাধে মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা। গতকাল ৪ নভেম্বর মঙ্গলবার সন্ধার পুর্ব মুহুর্তে উপজেলার রানীরবন্দরহাটে এ জরিমানা করা হয়। 

জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধার পুর্ব মুহুর্তে উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে মাংস ব্যবসায়ী নুরল আমিন রানীরবন্দরহাটে মাংস বিক্রি করার জন্য একটি অসুস্থ গরু জবাই করেন। গোপনে সংবাদ পেয়ে রানীরবন্দরহাট পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে মাংস ব্যবসায়ী নুরল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জরিমানার অর্থ বুঝিয়ে দিয়ে কারাদন্ড থেকে রেহাই পান ওই মাংস ব্যবসায়ী। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে