সৈয়দপুরে বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৫, ০৩:০৭ পিএম
সৈয়দপুরে বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

নীলফামারীর সৈয়দপুর বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। ৪ নভেম্বর বাইপাস মহাসড়কের আহম্মেদ উড ক্রাফট কারখানার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত  শেফালী বেগম (৬৫) এর বাসা কামারপুকুর ইউনিয়নের অসুর খাই  বানিয়া পাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার ৪ নভেম্বর রাতে আহমেদ উড ক্রাফট কারখানার সামনে ওই দুর্ঘটনা ঘটে। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ঘটনা স্থানেই নিহত হন। ঘটনা স্থান পরিদর্শন করেন সৈয়দপুর থানা ও তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল ওয়াদুদ বলেন,লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে।থানায় ইউডি মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে