জামায়াত প্রার্থীরা অভিনন্দন জানালেন বিএনপি প্রার্থীদের

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৫, ০৩:৩৩ পিএম
জামায়াত প্রার্থীরা অভিনন্দন জানালেন বিএনপি প্রার্থীদের

রংপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপি মনোনীত প্রার্থীদের প্রতি জামায়াত মনোনীত প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা প্রকাশ করা হয়েছে।

মিঠাপুকুর (রংপুর-৪) আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী বলেছেন, "বিএনপি প্রার্থী হিসেবে মনোনীত আমার প্রিয় ভাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা দুজনেই একই অঞ্চলের সন্তান, শিক্ষক সমাজের প্রতিনিধি এবং মিঠাপুকুরের উন্নয়নের স্বপ্নে একাত্ম। রাজনৈতিক মতাদর্শে পার্থক্য থাকলেও আমাদের লক্ষ্য এক: সুশাসন, ন্যায়, ইনসাফ ও জনগণের কল্যাণ। আমরা একে অপরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং সমাজ পরিবর্তনের সহযাত্রী হিসেবে দেখব। আল্লাহ আমাদের সবাইকে ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করুন।"

এছাড়া, রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী মোকাররম হোসেন সুজনকে বিএনপি থেকে মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়ে বলেন, "অতীতে আমরা একসাথে রাজনৈতিক ময়দানে পথ চলেছি। এবার দু’জনেই ভিন্ন দলের প্রার্থী হলেও প্রতিযোগিতার মধ্যেও পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা বজায় রাখব। আমাদের মূল লক্ষ্য গঙ্গাচড়া উপজেলার এবং রংপুর-১ এর মানুষের সার্বিক উন্নয়ন।"

রংপুরের এই দুই আসনে জামায়াত প্রার্থীদের অভিনন্দন বার্তা নির্বাচনী মাঠে সুশৃঙ্খল ও নৈতিক প্রতিযোগিতার উদাহরণ হিসেবে ধরা হচ্ছে। বার্তাগুলো ফেসবুকে তাদের নিজস্ব আইডি থেকে প্রকাশ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে