শাহরুখ বললেন, “ছবিতে দীপিকা আছে, তাই ভালোবাসা তো হবেই”

এফএনএস বিনোদন
| আপডেট: ৫ নভেম্বর, ২০২৫, ০৭:২৩ পিএম | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৫, ০৩:৪১ পিএম
শাহরুখ বললেন, “ছবিতে দীপিকা আছে, তাই ভালোবাসা তো হবেই”

বলিউডের কিং খান শাহরুখ খানের সিনেমায় দীপিকা পাড়ুকোন থাকবেন—এই খবরই যেন ভক্তদের জন্য আলাদা এক আনন্দ। দুজনের পর্দার রসায়ন বরাবরই মুগ্ধ করেছে দর্শকদের। ‘ওম শান্তি ওম’ থেকে শুরু করে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’ ও ‘জওয়ান’—প্রতিটি ছবিতেই এই জুটি দেখিয়েছেন অদ্ভুত এক মায়া। এবার সেই জুটিকে আবারও দেখা যাবে শাহরুখের নতুন ছবি ‘কিং’–এ।

শনিবার (২ নভেম্বর) ৬০ বছরে পা দেন শাহরুখ খান। জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবির টিজার। টিজারে দীপিকাকে দেখা না গেলেও, ভক্তদের সঙ্গে আয়োজিত অনুষ্ঠানে শাহরুখ নিজেই নিশ্চিত করেন তার উপস্থিতি। অভিনেতার ভাষায়, “আমার সঙ্গে ছবিতে দীপিকা আছে, রোমান্স তো অবশ্যই হবে।”

শাহরুখ আরও বলেন, “সিদ্ধার্থ আনন্দ খুবই গোছানো পরিচালক। ‘পাঠান’ করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি। অ্যাকশন ঘরানায় কীভাবে আচরণ করতে হয়, তা ও-ই আমাকে বোঝায়। আগে ‘বাজিগর’ বা ‘করণ অর্জুন’-এ কাজ করেছি, কিন্তু সিদ্ধার্থের নির্দেশনায় আমি অ্যাকশন হিরো হিসেবে নতুনভাবে নিজেকে চিনেছি। ‘জওয়ান’-এও সেই অভিজ্ঞতার প্রভাব রয়েছে।”

‘কিং’ ছবিতে শাহরুখের সঙ্গে বড় পর্দায় দেখা যাবে তার মেয়ে সুহানা খানকেও। ওটিটিতে ‘দ্য আর্চিজ’ দিয়ে অভিনয়ে নাম লেখানোর পর এবারই হবে তার বড় পর্দার অভিষেক। ছবিতে আরও থাকছেন রানি মুখার্জি, অনিল কাপুর, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা ও জয়দীপ আহলাওয়াত।

এক মিনিট ১১ সেকেন্ডের টিজারে শাহরুখকে দেখা গেছে একদম নতুন রূপে—ধূসর চুল, দৃঢ় চোখের দৃষ্টি আর গম্ভীর কণ্ঠে তিনি বলেন, “কত রক্ত বইছে মনে নেই, খারাপ নাকি ভালো দেখিনি, কেবল দেখেছি শেষবারের মতো শ্বাস নিতে।” সেই সংলাপেই যেন প্রকাশ পেয়েছে ছবির রহস্যময় আবহ।

শাহরুখ জানান, “সিদ্ধার্থের সঙ্গে কাজ করতে করতে বন্ধুত্ব তৈরি হয়েছে। সে জানে আমি কীভাবে এক নতুন ধরনের ‘ম্যাচো হিরো’ তৈরি করতে চাই। ও খুব নান্দনিক পরিচালক, ছবিকে সত্যিই সুন্দর করে তোলে।”

দীপিকার প্রসঙ্গ এলে শাহরুখ খান আরও বলেন, “ছবিতে দীপিকা আছে মানেই ভালোবাসা তো থাকবেই। দর্শকরা জানেন, ও আমার জন্য কতটা সৌভাগ্যের।” সত্যিই, ইতিহাস বলছে তাই—‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের পেছনেও ছিল এই জুটির জাদু।

‘কিং’ হবে শাহরুখ ও দীপিকার একসঙ্গে ষষ্ঠ ছবি। টিজারের ঝলকেই বোঝা যাচ্ছে, এবারও রোমান্সের পাশাপাশি থাকছে দারুণ অ্যাকশন আর গভীর আবেগের মিশেল।