বেশ কয়েকদিন থেকেই বাংলাদেশ জামায়াত দাবি জানিয়ে আসছিল নভেম্বরে গণভোট অনুষ্ঠিত হওয়ার জন্য। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দলটি সময় সীমা আরও বাড়িয়েছেন। বেঁধে দিয়েছেন জাতীয় নির্বাচনের পূর্বেই যেন গণভোট হয়, নয়তো জামায়াত তাঁদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জামায়াতের এক প্রতিনিধিদল। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
হামিদুর রহমান আযাদ বলেন, “নভেম্বর মাসে না হলেও জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে। গণভোট জুলাই সনদ আদেশ শক্তিশালী করবে। গণভোট হলে এটা আদেশ হবে। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে বিশৃঙ্খলা হবে। তখন গণভোটে কম ভোট পড়বে।”
‘জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে হবে না, ওই দিনে মানুষের ফোকাস থাকবে জাতীয় ভোটে। কারও পাতানো ফাঁদে পা দেওয়ার সুযোগ নেই। আগে গণভোট হতে হবে, গণভোট যেন আগে হয়’-উল্লেখ করেন তিনি।
দাবি আদায় না হওয়া পর্যন্ত জামায়াত আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান জামায়াতের এই নেতা।