মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় বিনোদবাড়ী আইডিয়াল কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক আল আমিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঐ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং এলাকাবাসী। বুধবার দুপুর সাড়ে বারোটায় মুক্তগাছা প্রেসক্লাবের সামনে এ মানবন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় বিনোদবাড়ী আইডিয়াল কলেজের প্রভাষক ফয়সাল আহমেদ শাহীন, আরিফুল ইসলাম, জুনায়েদ হাবিব শান্তসহ শিক্ষার্থী এবং শ্রীপুর এলাকাবাসী বক্তব্য রাখেন। বক্তরা দ্রুত আসামীদের গ্রেফতার করতে ২৪ঘন্টা আল্টিমেটাম দেন এবং মাদক মুক্ত এলাকা গড়তে প্রশাসনকে কার্যকরভাবে কাজ করতে জোর দেন। এ সময় প্রায় ২শতাধিক শিক্ষক. শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহন করেন।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৯টায় কলেজ শিক্ষক আলামিন কলেজের উদ্দেশ্যে বের হলে পথিমধ্যে মিজানের দোকানের সামনে মুজাটি গ্রামের মাদক কারবারি জালাল উদ্দিনের ছেলে রায়হান (২৮) ও তার শ্যালক শ্রীপুর গ্রামের পরাগ (২৮) পথরোধ করে তার ওপর লোহার পাইপ ও রড, রামদা দিয়ে হামলা চালায়। তারা আলামিনকে মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এতে শিক্ষকের ডান হাত ও বাম পা ভেঙ্গে যায় এবং বাম হাতের আঙ্গুল থেতলে গেছে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ব্যাপারে মুক্তাগাছা থানায় মামলা হয়েছে।