ভূরুঙ্গামারীতে সেবাপ্রার্থীদের বিভিন্ন সমস্যা শোনা ও দ্রুত সেবা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসে গণ শুনানির আয়োজন করা হয়েছে। প্রতি বুধবার উপজেলা নির্বাহী অফিসার গণ শোনানী শুনবেন এবং প্রয়োজন মতো ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবেন। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে ১০ জন আবেদনকারীর আবেদনের উপর গণশোনানী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র জানান, বিভিন্ন সমস্যা নিয়ে তারা আবেদন করেছিলো। কয়েকজন আবেদনকারী বয়স্কভাতা, কয়েকজন প্রতিবন্ধীভাতা ও অর্থাভাবে চিকিৎসা করতে পারছেনা এসব সমস্যা নিয়ে আবেদন করেছিলো। আমরা তাদের সমস্যার কথা শুনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছি। তিনি বলেন, প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে উপজেলায় আসে কিন্তু অন্যান্য কাজের কারণে অথবা মিটিং ও মাঠ পর্যায়ে বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় তাদের সময় দেয়া যায় না। একারণে প্রতি সপ্তাহে নিয়ামিতভাবে এসকল আবেদনের উপর গণ শোনানীর ব্যবস্থা করা হয়েছে। আর এরকম সরকারী নির্দেশনাও রয়েছে। তিনি মনে করেন গণ শোনানী নিয়মিত চালু থাকলে জণগন উপকৃত হবে।