চলনবিলে অতিথি পাখি শিকারীদের অপতৎপরতা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৫, ০৬:১০ পিএম
চলনবিলে অতিথি পাখি শিকারীদের অপতৎপরতা

প্রতি বছরের মতো এবারও শীত মৌসুমের আগেই চলনবিল অঞ্চলে অতিথি পাখি আসতে শুরু করেছে। শুরু হয়েছে অতিথি পাখি শিকারীদের অপতৎপরতা। প্রতিনিয়ত শিকার করা হচ্ছে অতিথি পাখি। এ অঞ্চলের কিছু পাখি শিকারী নানা কৌশলে পাখি শিকারে মেতে উঠেছে। এসব পাখি হাট-বাজারে বিক্রি না হলেও নির্দিষ্ট কিছু স্থানে বিক্রি হচ্ছে। চলনিব অঞ্চলে আসছে সৌখিন পাখি শিকারীরাও। 

বিভিন্ন প্রজাতির পাখি শীত প্রধান অঞ্চল থেকে চলনবিলে আসতে শুরু করেছে। এরমধ্যে ডাহুক, সারস, বেলেহাঁস, রাতচোরা, বুনোহাঁস, বক, কুজ বক, কানা বক,পানকৌড়ি,চ্যাগা,পিয়ং উল্লেখযোগ্য। বিচিত্র বর্ণের পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে এ অঞ্চল। সন্ধ্যায় বিলপাড়ের গ্রামের বড় বড় গাছ,বাঁশঝাড়ে অবস্থান করছে পাখির দল। চলনবিল অঞ্চলের বিভিন্ন খাল,বিলে পাখির আনাগোনা বেড়েছে। চাটমোহর উপজেলার বিলকুড়ালিয়া,ডিকশি বিল,খলিশাগাড়ি বিল,আফরার বিল,বগা বিল,সমাজবিলসহ অন্যান্য বিলে পাখি শিকার চলছে। সরকারের বন্য পশু-পাখি সংরক্ষণ আইনে পাখি শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এ আইনের তোয়াক্কা কেউ করছেনা। প্রশাসনও আইনের প্রয়োগ করছেনা। অতিথি পাখি শিকারীদের অপতৎপরতায় হুমকির মুখে পড়েছে এ অঞ্চলের নানা প্রজাতির পাখি।

আপনার জেলার সংবাদ পড়তে