সেনবাগে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৫, ০৬:৪৫ পিএম
সেনবাগে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

সেনবাগে পৌর শহরের কাদরা হামেদিয়া দাখিল মাদরাসার সিনিয়র সহকারী মৌলভী মাওলানা নিজাম উদ্দিন কে মাদরাসার সাবেক সভাপতির ছেলের হাতে হেনস্থা ও  তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে আইডি থেকে মিথ্যা ভিত্তিহীন মানহানিকর পোস্টের প্রতিবাদে মানববন্ধন করেছের মাদনাসার শিক্ষার্থী ও শিক্ষকরা। বুধবার দুপুরে মাদরাসার শিক্ষার্থীদের উদ্যোগে মাদরাসা প্রাঙ্গনে মানববন্ধনে শিক্ষার্থী ও শিক্ষকগন উপস্থিত ছিলেন। মাদরাসার ভারপ্রাপ্ত সুপার হাফেজ মাওলানা ওলি উল্লা, সিনিয়র সহকারী মৌলভী মাওলানা নিজাম উদ্দিন ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এ বিষয়ে জানতে মাদরাসার সাবেক সভাপতি এম এ আউয়াল সঙ্গে গণমাধ্যম কর্মীদের যোগাযোগ করলে তিনি জানান,মঙ্গলবার সকাল সাড়ে ৯টা মাদরাসার সিনিয়র সহকারী মৌলভী মাওলানা নিজাম উদ্দিন আমার ঘরে অনুমোতি না নিয়ে আমাকে ফাঁসানোর উদ্দেশ্য প্রবেশ করে।  

প্রসঙ্গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টা কাদরা হামেদিয়া দাখিল মাদরাসার ২২/২৫ জন ছাত্র নিয়ে মাদরাসার সাবেক সভাপতি এম এ আউয়াল ছেলে নিঝুম মিটিং করছে মাদরাসার শিক্ষকদের কাছে এমন অভিযোগ দেয় এক অভিভাবক। মাদরাসার সিনিয়র সহকারী মৌলভী মাওলানা নিজাম উদ্দিন তার অপর সহকর্মীকে নিয়ে মিটিংস্থলে উপস্থিত হয়ে ছাত্রদের ক্লাসে যাওয়ার জন্য বলে । এই নিয়ে মাদরাসার সাবেক সভাপতির ছেলে নিঝুমের হাতে হেনস্থার শিকার হয় মাদরাসার সিনিয়র সহকারী মৌলভী মাওলানা নিজাম উদ্দিন। এই ঘটনায় মাদরাসার সাবেক সভাপতি এম এ আউয়াল রাতে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে আইডি থেকে ওই শিক্ষক  চুরির উদ্যেশ্যে বিনা অনুমতিতে তার বসতঘরে প্রবেশ করার অভিযোগ করে ফেজবুকে পোষ্ট করে।  এঘটনার প্রতিবাদে মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকরা মানববন্ধন কর্মসুচি পালন করে।

আপনার জেলার সংবাদ পড়তে