রায়গঞ্জে অপহৃত মেয়ে উদ্ধার

এফএনএস (টি এম কামরুজ্জামান লাবু; রায়গঞ্জ, সিরাজগঞ্জ) :
| আপডেট: ৫ নভেম্বর, ২০২৫, ০৬:৪৮ পিএম | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৫, ০৬:৪৮ পিএম
রায়গঞ্জে অপহৃত মেয়ে উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে ১ দিন পর অপহৃত মেয়ে উদ্ধার। মঙ্গলবার ০৪/১১/২৫ তারিখে তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহৃত ফারজানা আক্তার যুথি’কে ভূরুঙ্গামারী থানার পাথরতলী গ্রাম থেকে উদ্ধার  করা হয়েছে। গত ৩ নভেম্বর বাশুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে ফারজানা খাতুন যুথি (১৭) কলেজে যাওয়ার পথে অপহৃত হয়। ঐ দিন মেয়ের পিতা জাহাঙ্গীর আলম রায়গঞ্জ থানায় একটি অপহরণের সাধারণ ডায়েরী করেন, যার ট্র্যাকিং নাম্বার ১৩৮। যাহার ভিত্তিতে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম মাসুদ রানার নির্দেশে তদন্তকারী কর্মকর্তা এস.আই ফিরোজ আহমেদ মেয়েটি উদ্ধারে তৎপর হন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত ৪ নভেম্বর ফিরোজ আহমদ সঙ্গীয় ফোর্স নিয়ে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানা পুলিশের সহযোগিতায় পাথরতলী গ্রামের আবুল হোসের বাড়ী থেকে যুথি’কে উদাধার সহ ১ জনকে আটক করে। মামলার আসামিরা হলেন, আবুল হোসের ছেলে আব্দুল লতিফ (২৮) ও মৃত রাজাফর মিয়ার ছেলে শাফুল মিয়া (৩২)। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত ০৫/১১/২৫ তারিখে এম মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে শারীরিক পরীক্ষা শেষে নারী শিশু নির্যাতন দমন আইনে ভিকটিমের ২২ ধারা  জবানবন্দি রেকর্ডের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম মাসুদ রানা বলেন, অপহরণের সাথে যুক্ত ২ জন আসামি করে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মেয়েকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে