অজ্ঞাত এক মৃত যুবকের স্বজনদের সন্ধান চায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মৃত ব্যক্তির বয়স অনুমানিক ২০ বছর। মৃত এই ব্যক্তির পরনে ছিল কালো রঙের জিন্স ফুলপ্যান্ট ও কালো ফুলহাতা শার্ট। অনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি লম্বা নিথর দেহের গায়ের রং শ্যামলা, মুখমন্ডল-লম্বাটে, মাথার চুল কালো। এর আগে ইংরেজি ২০২৫ সাল শুরুর প্রথম দিন বুধবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে রাজশাহী মহানগরীর হাজরা পুকুর ডাবতলা রেল মাঠ সংলগ্ন পুকুর থেকে যুবকটির মরাদেহ উদ্ধার করে আরএমপির চন্দ্রিমা থানা পুলিশের একটি টিম। আর আলামত দেখে যুবকের মৃত্যুটি স্বাভাবিক নাকি অস্বাভাবিকভাবে হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে বুধবার (১ জানুয়ারি) সন্ধায় আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ময়না তদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করা সম্ভব নয়। বর্তমানে মৃতদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নগরীর চন্দ্রিমা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। এ ঘটনায় তথ্য পাওয়ার জন্য চন্দ্রিমা থানার ওসির মুঠোফোন ০১৩২০-০৬১৫৫৫ অথবা আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের নম্বরে ০১৩২০-০৬৩৯৯৯ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন আরএমপি।