আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতার নেতৃত্বে হামলায় বিএনপি’র আহত ৬

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৫, ০৭:৫৫ পিএম
আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতার নেতৃত্বে হামলায় বিএনপি’র আহত ৬

ছিনতাই মামলার জামিনে এসে আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতার নেতৃত্বে হামলা করে বিএনপি’র ৬ নেতা-কর্মীকে আহত করে গেছেন। গুরুতর আহত দেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে আহতদের পক্ষে। এবিষয়য়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে  মামলা নেওয়া হবে এলছে পুলিশ। 

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মো. হেমায়েত শিকদারকে সোমবার রাতে পুলিশ একটি মোটরছাইকেল ছিনতাই মামলায় গ্রেফতার করে। তাকে মঙ্গলবার বরিশাল আদালতে হারির করা হলে আদালত তার জামিন  মঞ্জুর করেন।  ওই গ্রেফতারের ব্যপারে জেলা উত্তর বিএনপি’র সাবেক সদস্য আব্দুল মান্নান শেখ ও তার ভাই হান্নান শেখকের হাত রয়েছে এই সন্দেহ  হেমায়েত শেখ। এই কারনে বুধবার সকাল ১১টায় পয়সারহাট বন্দরে আব্দুল মান্নান শেখর ব্যবসা প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেমায়েত শিকদারের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল হামলা চালায়।

 হামলায় গুরুতর আহতয়েছেন আব্দুল মান্নান শেখ (৫৫) ও তার ভাই হান্নান শেখ(৫০), বাকাল ইউনিয়ন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক তানভীর শেখ( ৩০), ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অলিদ শিকদার (২৪), ওয়ার্ড বিএনপি কর্মী রুবেল শেখ (৪৫), খান মার্কেটের মালিক মো. বাবু খান(৫২) গুরুতর আহত হয়।  স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছেন। 

এব্যাপারে অভিযুক্ত বাকাল ইউনিয়নস্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেমায়েত শিকদার সাংবাদিক বলেন, আব্দুল মান্নান শেখ ও তার ভাই হান্নান শেখ আমাকে মিথ্যা মামলায় গ্রেফতার করিয়েছে।  আমি বা আমার কোন লোকজন তাদের উপরে হামলা চালায় নাই। তারা আমার উপরে যে অভিযোগ করেছেন তা মিথ্যা।

এব্যাপারে হামলা আহত ব্যবসায়ী আ.মন্নান শেখ বলেন, বাকাল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেমায়েত শিকদারের নেতৃত্বে মহড়া দিয়ে আমার উপর তারা হামলা করে আহত করে। বাধা দিতে গেলে আমার ভাইসহ আরো ৫ জন আহত হয়। থানায়  মামলার প্রস্তুতি চলছে।

এব্যাপারে আগৈলঝাড়া থানা অীফসার ইনচার্জ (ওসি) মো.অলিউল ইসলাম বলেন, ঘটনা শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে