চিরিরবন্দরে কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ নভেম্বর বুধবার সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ে এ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ও ১৬৮ জন ভোটারের মধ্যে ১৬৫ জন সমবায়ী ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুবল চন্দ্র রায় বলেন- নির্বাচন উৎসবমূখর পরিবেশে শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোন প্রকার বিশৃংখলা হয়নি। নির্বাচনে সভাপতি পদে মোঃ আব্দুল মতিন সরকার চেয়ার প্রতিকে ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী মোঃ রেজওয়ানুল ইসলাম বাবু ছাতা প্রতিকে ৪৪ ভোট পান ও ২ টি ভোট নষ্ট হয়।