বিএনপি এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক-আজিজুল বারী হেলাল

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৫, ০৮:৪০ পিএম
বিএনপি এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক-আজিজুল বারী হেলাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন বিএনপি এ দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। 

বিএনপি আন্তরিকতা দেখাচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। অন্তবর্তী সরকারকেও আন্তরিকতা দেখাতে হবে প্রশাসনের নিরপেক্ষতার প্রমাণ দিয়ে একটি অবাধ শুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। 

তিনি বুধবার (৫ নভেম্বর) বিকাল ৪ টায় দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

দিঘলিয়া বিএনপির আয়োজনে শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত খুলনা-৪ আসনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল আরো বলেন এই সহজ সরল দিঘলিয়ার মানুষের মাঝে ধানের শীষ মার্কার নির্বাচন আল্লাহর কাছে দোয়া চেয়ে শুরু করলাম। বিএনপি ২৩৭টি আসনে নমিনেশন দিয়েছে। আরো কিছু আসন বাকি আছে। বিএনপি তার মিত্রদের সাথে নিয়ে নির্বাচন করতে চায়। একটা দল বাংলাদেশের রাজনীতিতে ধর্মকে ব্যবহার করছে। বাংলাদেশের বহু দলীয় গণতন্ত্র বিএনপি ফিরিয়ে এনেছে। বিএনপি হলো বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের রক্ষা কবজ। এবার আমাদের অনেক বড় সুযোগ আছে আমরা ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। বিএনপি সরকার গঠন করলে হেলালকে সংসদ সদস্য করে সংসদে পাঠালে দিঘলিয়ার বন্ধ হওয়া স্টার জুট মিল আবার খুলবে শুধু খুলবে না, আধুনিক জুট মিল হবে। এখানে সামাজিক উন্নয়ন হবে, বিভিন্ন প্রতিষ্ঠান গড়া হবে, বিএনপি জনগণের দল জনগণের কথা বলে, বিগত ১৭ টি বছর ফ্যাসিস্ট সরকার হামলা, মামলা, গুম, খুনের মাধ্যমে ঘর ছাড়া করেছেন কিন্তু বিএনপিকে দমাতে পারেনি। এদেশের মানুষ জানে বিএনপির পরাজয় মানে বাংলাদেশ হেরে যাবে। দিঘলিয়াকে একটি শান্তির দিঘলিয়া প্রতিষ্ঠা করতে হবে।

 আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, অধ্যাপক মনিরুল হক বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম মল্লিক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, দিঘলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্যা নাজমুল হক, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক কুদরত-ই- এলাহী স্পিকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদের জনিসহ মহিলা দল, কৃষক দল এবং সকল অংগ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।