সহকারি অ্যাটর্নি জেনারেল হলেন জালালাবাদের কৃতি এডভোকেট

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৫, ০৮:৪৬ পিএম
সহকারি অ্যাটর্নি জেনারেল হলেন জালালাবাদের কৃতি এডভোকেট

ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ফরাজী পাড়া নিবাসী মোঃ শায়খুল ইসলাম বাংলাদেশের সহকারি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ লাভ করেছেন। তিনি ফরিদুল আলমের পুত্র। তিনি ২/১/১৯৮২ ইংরেজিতে জন্মগ্রহণ করেন। ১৯ /৮ /২০১৩ ইংরেজিতে তিনি হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। গতকাল এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনিসহ আরো ৬৬ জনকে এ পদে নিয়োগ দেয়া হয়। প্রজ্ঞাপনটি জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিলিটর অণুবিভাগ (জিপি, পিপি শাখা)। এতে স্বাক্ষর করেন যুগ্ম সচিব (জিপি- পিপি) সানা মোঃ মাহরূফ হোসাইন।

আপনার জেলার সংবাদ পড়তে