ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ফরাজী পাড়া নিবাসী মোঃ শায়খুল ইসলাম বাংলাদেশের সহকারি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ লাভ করেছেন। তিনি ফরিদুল আলমের পুত্র। তিনি ২/১/১৯৮২ ইংরেজিতে জন্মগ্রহণ করেন। ১৯ /৮ /২০১৩ ইংরেজিতে তিনি হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। গতকাল এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনিসহ আরো ৬৬ জনকে এ পদে নিয়োগ দেয়া হয়। প্রজ্ঞাপনটি জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিলিটর অণুবিভাগ (জিপি, পিপি শাখা)। এতে স্বাক্ষর করেন যুগ্ম সচিব (জিপি- পিপি) সানা মোঃ মাহরূফ হোসাইন।