ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আপন দুই ভাইয়ের জায়গার বিরূধের জেরে দুই দল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো গ্রাম। গত মঙ্গলবার সকালে ও আগের রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে দুই দফা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভাংচুর ও লুটপাট হয়েছে বসতভিটা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামের আকবর আলীর দুই ছেলে সাত্তার ও এমদাদ। এমদাদ সাত্তারের কাছে জায়গা বিক্রি করেছেন। এমদাদের দাবী সাত্তার টাকা পরিশোধ না করেই জায়গাটি সাব-কাবলা করে নিতে চান। এতে সম্মত হনটি এমদাদ। সাত্তার আগে সাব-কাবলা করে দিলে পরে টাকা দেওয়ার শর্ত জুড়ে দেন। এতে রাজি হননি এমদাদ। এ নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে গত দুই মাস ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি ক্ষোভে সাত্তার এমদাদের একটি ষ্টীলবডির নৌকা পানি থেকে ডাঙ্গায় তুলে ফেলেন। এতে উত্তেজিত হন এমদাদ। দুই ভাইয়ের এই বিরোধে গ্রামের কিছু সর্দার ও আত্মীয় স্বজন যুক্ত হন। বিরোধ আরো বেড়ে যায়। এরই জের ধরে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে দুই ভাইয়ের পক্ষে দুইদল গ্রামবাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক সময় নিজ গ্রাম ছাড়াও আশপাশের গ্রাম থেকে তাদের আত্মীয়স্বজন সংঘর্ষে অংশ গ্রহন করেন। রণক্ষেত্রে পরিণত হয় পুরো ফতেহপুর গ্রাম। এর আগে গত সোমবার গভীর রাতেও তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই দফা সংঘর্ষে উভয় পক্ষের বৃদ্ধ নারী পুরূষ ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। পুলিশি গ্রেপ্তারের ভয়ে অধিকাংশ আহতরা দূরদূরান্তে ও আশপাশে প্রাইভেট চিকিৎসা নিয়েছেন। প্রায় ৪ ঘন্টা সংঘর্ষ চললেও পুলিশের দেখা মিলেনি বলে জানিয়েছেন গ্রামবাসী। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি শান্ত আছে।