র‌্যাবের অভিযানে মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত ২ জন আসামি গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৫, ০৯:৫৯ পিএম
র‌্যাবের অভিযানে মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত ২ জন আসামি গ্রেফতার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এর আভিযানিক দল পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আলী হোসেন (৩০) ও মোঃ আল আমিন (২৭)’দ্বয়কে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার-১০ এর আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে কেরাণীগঞ্জ মডেল থানার মামলা নং- ৬(৫)১৯, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক) এর সাজাপ্রাপ্ত আসামি মোঃ আলী হোসেন (৩০), পিতা- মৃত নুরুল হক, সাং- ভাটেরচর, থানা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জ’কে দুপুর অনুমান ১৪.৩০ ঘটিকার সময় ভাগনা ঢাকা টাওয়ার এলাকা হতে এবং অপর আরেকটি অভিযানে কেরাণীগঞ্জ মডেল থানার মামলা নং- ২১(৯)২২, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) এর সাজাপ্রাপ্ত আসামি মোঃ আল আমিন (২৭), পিতা- মৃত সেলিম মিয়া, সাং- ভাগনা, থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা’কে সন্ধ্যা অনুমান ১৮.৩০ ঘটিকার সময় কদমতলী মোড় এলাকা হতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় স্বীকার করে যে, তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে