সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ৬ নভেম্বর, ২০২৫, ০১:১৩ পিএম | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫, ০১:১৩ পিএম
সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন মঞ্জুর

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এই আদেশের ফলে লতিফ সিদ্দিকীর মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী জেড আই খান পান্না। অন্যদিকে রাষ্ট্রপক্ষের সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল জানিয়েছেন, জামিনের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

এর আগে গত ২৯ আগস্ট ঢাকার শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। মামলাটি করেন শাহবাগ থানার এসআই মো. আমিরুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে আব্দুল লতিফ সিদ্দিকী বক্তব্য দেন। অভিযোগ অনুযায়ী, তিনি সভায় “দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য” প্রদান করেন এবং উপস্থিত অন্যদের প্ররোচিত করেন। বৈঠক শেষে পুলিশ সেখানে উপস্থিত ৭০ থেকে ৮০ জনের মধ্যে থেকে ১৬ জনকে আটক করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ৫ আগস্ট আত্মপ্রকাশ করা ‘মঞ্চ ৭১’ নামের সংগঠনটির ঘোষিত লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির প্রচেষ্টা রোধ করা। তবে পুলিশের দাবি, এই সংগঠনের কার্যক্রমের আড়ালে সরকার উৎখাতের পরিকল্পনা চলছিল।

এ মামলায় জামিন নামঞ্জুর হওয়ায় গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে লতিফ সিদ্দিকীকে দুই দফা কারাগারে থাকতে হয়। অবশেষে হাইকোর্টের এই আদেশে তার মুক্তির পথ খুলে যায়।

আপনার জেলার সংবাদ পড়তে