নীলফামারীতেবিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার ১

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫, ০২:৩৬ পিএম
নীলফামারীতেবিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার ১

নীলফামারী র‌্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়। জব্দের মধ্যে রয়েছে ইয়াবা ও ফেন্সিডিল।

বাংলাদেশ আমার অহংকার এ মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বিশেষ করে সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

র‍্যাব অফিস থেকে জানানো হয় মাদক নির্মূলে র‍্যাব -১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। ওই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত ৪ নভেম্বর র‌্যাব-১৩, রংপুর,সিপিসি-২,নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ামোড় গ্রামে সুকারু এর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ধৃত আসামীর ভাড়াবাসায় তল্লাশিকালে ১২৩ বোতল ফেনসিডিল,২০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ ছলেমান আলী (৪৮) কে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তি অত্যন্ত কৌশলে ফেনসিডিল ও ইয়াবাসহ প্রভৃতি মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলো।   

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে