উত্তরা ইপিজেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের মূল সদস্যকে গ্রেপ্তার করেছে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতের কাছ থেকে প্রতারণার নানা তথ্য এবং লেনদেনের প্রমাণও পেয়েছে পুলিশ।
জানা যায়,গত ৩ নভেম্বর,দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নশরতপুর এলাকার বাসিন্দা মো.মহসীন আলীসহ মোট ৯৫ জন ভুক্তভোগী চাকরি প্রতারণার শিকার হন। চাকরি দেয়ার নামে বিভিন্ন সময় বিকাশ,নগদ,রকেট ও ব্যাংক হিসাবের মাধ্যমে প্রতারক চক্র তাদের কাছ থেকে মোট ৭৭ লাখ ৬৪ হাজার ৩৩২ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ওই অভিযোগের ভিত্তিতে নীলফামারী জেলা পুলিশ সুপার এ.এফ.এম.তারিক হোসেন খান এর নির্দেশে গোয়েন্দা শাখা বিষয়টি তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আকতার হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে নীলফামারী সদর এলাকায় প্রতারক চক্রের সক্রিয় সদস্য মো.মাহাবুল হাসান ওরফে মিন্টু (৪৫) কে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি চড়াইখোলা পূর্ব কোরানী পাড়ায়।
জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন,সহযোগীদের সহায়তায় উত্তরা ইপিজেডের জাপানি প্রতিষ্ঠান ইউ কে কে কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দেয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নিয়েছেন। গ্রেপ্তারকৃত মিন্টুর বিরুদ্ধে নীলফামারী সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
ডিবি সূত্র জানায়,চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে সাধারণ মানুষকে চাকরি,লটারি বা প্রলোভনমূলক অফারের বিপরীতে আর্থিক লেনদেনে সতর্ক থাকতে বলা হয়েছে।