পাংশায় আসামী ধরতে গিয়ে পুলিশের সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত ও এক পথচারী বৃদ্ধ গুলিবিদ্ধ হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পাট্টা বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন, পাংশা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম ও কনস্টেবল আতোয়ার রহমান। গুলিবিদ্ধ ওই বৃদ্ধর নাম আকুল (৫৫)। তিনি পাট্টা ইউনিয়নের পাট্টা বড়পাড়া এলাকার মৃত মাদারিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশের হাতে আটক হন আলম শেখ (৩৫)। তিনি ইউনিয়নের পাট্টা বড়পাড়া এলাকার রহমান শেখের ছেলে।
ঘটনায় আহত পাংশা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, গত ১নভেম্বর দিবাগত রাতে পাট্টা ইউনিয়নের সমর কুমার দাসের বাড়িতে চাঁদাবাজির ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাত নামা আসামী করে থানায় মামলা দায়ের করেন। সেই সন্দেহভাজন আসামিদের ধরতে অভিযান চালায় থানা পুলিশের একটি টিম। এ সময় ওঁত পেতে থাকা আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি, ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় আমরা দুই পুলিশ সদস্য আহত হই এবং একজন স্থানীয় পথচারী গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ ওই বৃদ্ধ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, গতকাল পুলিশের একটি টিম চাঁদাবাজি মামলার সন্দেহভাজন আসামিদের ধরতে অভিযান চালায়। এ সময় ওই সন্দিগ্ধ আসামি সবুজ (৩০),সজিব (২৫), সেন্টু (২৬)সহ কয়েকজন আসামি পুলিশকে লক্ষ্য করে গুলি, ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ একজনকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তির কিলঘুষিতে দুই পুলিশ সদস্য আহত হয়। সন্দিগ্ধ পলাতক ওই আসামিদের বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। এদিকে সর্বাঙ্গে গুলিবিদ্ধ বৃদ্ধ আকুল জানান, 'আমি এই ঘটনার কিছুই জানি না। অথচ আমার মত বুড়ো মানুষকে পুলিশ গুলি করলো।'