সুজানগরে নাবী পাটবীজ উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ৬ নভেম্বর, ২০২৫, ০৪:৫২ পিএম | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫, ০৪:৪৮ পিএম
সুজানগরে নাবী পাটবীজ উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ

পাবনার সুজানগরে নাবী পাটবীজ উৎপাদন বিষয়ক এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদফতরের উদ্যোগে এবং উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন তথা সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫জন পাট চাষী অংশ নেয়। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত ওই প্রশিক্ষণে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেন পাট অধিদফতরের সহকারী পরিচালক মরিয়ম বেগম, সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন ও পাবনা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ। প্রশিক্ষণ পরিচালনা করেন সুজানগর উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা  মোঃ ইসরাফিল হোসেন। 

আপনার জেলার সংবাদ পড়তে