সরাইলে ‘সতত সরাইল’ ম্যাগাজিনের মোড়ক উম্মোচন

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) :
| আপডেট: ৬ নভেম্বর, ২০২৫, ০৪:৫২ পিএম | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫, ০৪:৪৮ পিএম
সরাইলে ‘সতত সরাইল’ ম্যাগাজিনের মোড়ক উম্মোচন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের গৌরবোজ্জল ইতিহাস ঐতিহ্য সম্ভাবনা সাহিত্য সংস্কৃতি নিয়ে লেখা কবিতা প্রবন্ধ গল্পের সমাহার নিয়ে রচিত লিটল ম্যাগাজিন ‘সতত সরাইল’। দ্বিতীয় প্রকাশনা’র মোড়ক বৃহস্পতিবার সকালে উম্মোচন করেছেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সম্পাদক মন্ডলির সভাপতি মো. মোশারফ হোসাইন। একই অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধনা স্বারক তুলে দেওয়া হয়েছে ইউএনও’র হাতে। উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ও প্রচেষ্টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক শিক্ষক সাংবাদিক  সাহিত্যিক কবি লেখক ও সাংস্কৃতিক ব্যক্তি উপস্থিত ছিলেন। সরাইল প্রেসক্লাবের সভাপতি শিক্ষক মোহাম্মদ আলীর সঞ্চালনায় ও সঞ্জিব কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, জেলা বিএনাপি’র সদস্য মো. আনোয়ার হোসেন, সহকারী শিক্ষা অফিসার আবু হেনা মোহাম্মদ মামুন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক মো. আইয়ুব খান, প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, মো. শহিদুল ইসলাম মামুন, মডেল মসজিদের ইমাম মুফতি বাকি বিল্লাহ,সাংবাদিক মো. শরীফ উদ্দিন, শেখ সিরাজুল ইসলাম, উদীচীর সভাপতি মোজাম্মেল পাঠান, লেখক দেবদাস সিংহ রায়, দেওয়ান রওশন আরা লাকি, আবুল কাশেম তালুকদার, মো. জিল্লুর রহমান, আশেক জুনায়েদ, সমাজকর্মী মো. রওশন আলী ও সংবাদ কর্মী মো. রফিকুল ইসলাম। বক্তারা যথেষ্ট শ্রমঘাম জড়িয়ে লেখা গ্রহণ ও ম্যাগাজিন রচনা করায় শিল্পকলা একাডেমির সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঐতিহ্যের সরাইলের এই ধারা অব্যাহত রাখতে হবে। সকলের সহযোগিতায় প্রতিবছর নিয়মিত ভাবে লিটল ম্যাগাজিনটি রচনা করতে হবে। এই উদ্যোগের মাধ্যমে বর্তমান সরাইল ও পরবর্তী প্রজন্ম সমৃদ্ধ হবে। বিদায়ী ইউএনও’র এক বছরের দায়িত্বশীল আচরণ, সাহসী কর্মকান্ড, মানুষের প্রতি ভালোভাসা ও নিষ্ঠার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, শিল্পকলা একাডেমি সত্যই একটি প্রশংসনীয় কাজ করেছেন। ভবিষ্যতেও যেন এই ধারা অব্যাহত থাকে। যেখানেই থাকি এই কাজে আমি সহযোগিতা করে যাব। তবে বিতর্কিত কোন লেখা যেন লিটল ম্যাগাজিনটিকে প্রশ্নবিদ্ধ না করে। এখানের চাকরির সময়কালে আমি যেন পিতৃভূমি ও মায়ের কুলেই নি:শ্বাস নিচ্ছি। সকলের সহযোগিতায় মনের মত কথা বলতে পেরেছি। কাজ করতে পেরেছি। ভূমি দাঙ্গা-হাঙ্গামা ও শিক্ষা নিয়ে সেমিনার করে শান্তি পেয়েছি। জুলাই যোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে কাজ করেছি। ধর্মতীর্থ হাওরকে পর্যটন কেন্দ্র করা ও উল্লাসকর দত্তের বাড়ির সৌন্দর্য্য বর্ধনের কাজ শেষ করতে পারিনি। আমার সকল কাজে সরাইলবাসীর ভালোবাসা পেয়েছি। সবশেষে শিল্পকলা একাডেমির সদস্যরা বিদায়ী ইউএনওকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে ক্রেষ্ট প্রদান করে সংবর্ধনা জানান।   

আপনার জেলার সংবাদ পড়তে