বৃহস্পতিবার সকাল প্রায় ২ ঘন্টা ব্যাপী বিরলের চৌরঙ্গী বাজারে ও রামপুরে পৃথক পৃথক মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে পরিবর্তন করার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করে সর্বস্তরের জনগণ।
উপজেলার ১ নং আজিমপুর ইউনিয়নের চৌরঙ্গী বাজারে ও ভান্ডারা ইউনিয়নের রামপুর বাজারে পৃথক পৃথক বিক্ষোভে বিএনপি ও অংগসংগঠনসমূহের নেতাকর্মীরাসহ হাজার হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করে।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর ২০২৫ তারিখে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে আলহাজ্ব সাদিক রিযাজ চৌধুরী পিনাককে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জন্য প্রার্থী ঘোষণা করে। এর প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় বিএনপি'র নেতাকর্মীরা।