২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫, ০৫:৩৪ পিএম
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে। একই বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন পেয়েছে, যেখানে গুমের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিস্তারিত জানান।

তিনি বলেন, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় মোট ২৮ দিনের ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়ায় কার্যকর ছুটি হবে ১৯ দিন। তিনি আরও জানান, গত বছরের ১৭ অক্টোবর ২০২৫ সালের ছুটির তালিকা অনুমোদন করা হয়েছিল, যেখানে ছুটি ছিল মোট ২৬ দিন।

একই বৈঠকে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। প্রেস সচিব শফিকুল আলম বলেন, “অধ্যাদেশে গুমকে চলমান অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। গুমের দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।” তিনি আরও জানান, গোপন আটক কেন্দ্র বা ‘আয়নাঘর’ নামে পরিচিত স্থান স্থাপন বা ব্যবহার করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

অধ্যাদেশে ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা, ক্ষতিপূরণ, আইনি সহায়তা এবং পরিচয় সুরক্ষার বিশেষ বিধান যুক্ত করা হয়েছে। মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করাই এই আইনের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন প্রেস সচিব।

বৈঠকে আরও অনুমোদন দেওয়া হয়েছে জাতীয় লজিস্টিক নীতি ২০২৫, যা দেশের পরিবহন ও সরবরাহ ব্যবস্থাকে আধুনিকায়নের জন্য প্রণয়ন করা হয়েছে। বৈঠকে জ্যেষ্ঠ সহকারী সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে