দেশে ডেঙ্গুর প্রভাব থামছেই না। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪ জন নতুন রোগী।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন করে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৩৭১ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ১৮৮ জন এবং বরিশাল বিভাগে ১৩৪ জন। এছাড়া চট্টগ্রামে ১০৩ জন, খুলনায় ৫৫ জন, ময়মনসিংহে ৬৬ জন, রাজশাহীতে ৭৯ জন, রংপুরে ৩৩ জন ও সিলেটে ৫ জন ভর্তি হয়েছেন।
অধিদপ্তর জানায়, মৃতদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, একজন উত্তর সিটিতে এবং একজন ময়মনসিংহ বিভাগে ছিলেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩০৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ হাজার ২৬ জন।
গত একদিনে সারা দেশে ৯০১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৭২ হাজার ৩৮৮ জন।
ডেঙ্গু সংক্রমণের এই ঊর্ধ্বমুখী পরিস্থিতি নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শীতের আগমনের সময়েও সংক্রমণের হার না কমা উদ্বেগজনক। বিশেষ করে রাজধানী ও আশপাশের এলাকায় এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণে না আনলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গুতে মারা গিয়েছিলেন ৫৭৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন। তার আগের বছর ২০২৩ সালে প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন, যা ছিল দেশে ডেঙ্গুর ইতিহাসে সর্বোচ্চ।