রাণীনগরে ধান ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫, ০৬:০৫ পিএম
রাণীনগরে ধান ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁর রাণীনগরে সড়কের পাশে ধান ক্ষেত থেকে জুয়েল হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক মহাসড়কের হরিপুর মোড়ের কালিতলা নামক এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। জুয়েল উপজেলার বোদলা গ্রামের আবুল কাশেমের ছেলে এবং উপজেলার রাতোয়াল গ্রামের বাসিন্দা। তাকে হত্যার পর অটো চার্জার ভ্যান এবং টাকা পয়সা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন জুয়েলের স্বজনরা।

জুয়েলের বোন জামায় সুজন আলী (৩০) জানান,দীর্ঘ দিন ধরে জুয়েল হোসেন এবং পরিবারের সবাই রাতোয়াল শোলগাড়িয়াপাড়া এলাকায় জায়গা কিনে সেখানে বাড়ী করে বসবাস করে আসছিলেন। জুয়েল হোসেন কখনো ভ্যান চালিয়ে আবার কখনো আখের এবং কাঁচা মালের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে কাঁচামাল কেনার জন্য জয়পুর হাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর হাটে যাবার জন্য বাড়ী থেকে অটো চার্জার ভ্যান নিয়ে বের হয়ে যান। এর পর দুপুর নাগাদ লোক মুখে জানতে পারেন ঘটনাস্থলে জুয়েলের মরদেহ পরে আছে। পরে পরিবারের লোকজন থানায় গিয়ে মরদেহ সনাক্ত করে। জুয়েলের বোন জামায় আরো জানান, হাটে যাবার সময় হয়তো ছিনতাইকারীদের কবলে পরেছিলেন। সে সময় ছিনতাইকারীরা তাকে হত্যার পর অটো চার্জার ভ্যান এবং টাকা পয়সা ছিনিয়ে নিয়ে গেছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,জুয়েলের হাতে আলত করে রশি বাধা ছিল এবং গলায় ও মুখে একইভাবে গামছা লাগানো ছিল। তবে শরীরের কোথাও প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন দেখা যায়নি। তিনি জুয়েলের পারিবারিক বরাদ দিয়ে আরো জানান,এদিন ভোরে কাঁচামাল কেনার জন্য বাড়ী থেকে ৫/৬হাজার টাকা এবং অটো চার্জার ভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয়েছিলেন। তবে জুয়েলের মরদেহ পাওয়া গেলেও ভ্যান এবং টাকার কোন সন্ধান মেলেনি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আপনার জেলার সংবাদ পড়তে