চাটমোহরে ভোকেশনাল নবম শ্রেণীর বোর্ড পরীক্ষায় নকল চলছে

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ৬ নভেম্বর, ২০২৫, ০৬:৫৪ পিএম | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫, ০৬:৫৪ পিএম
চাটমোহরে ভোকেশনাল নবম শ্রেণীর বোর্ড পরীক্ষায় নকল চলছে

পাবনার চাটমোহরে এএসসি  (ভোক) নবম শ্রেণীর বোর্ড সমাপনী পরীক্ষায় ব্যাপক নকল চলছে মর্মে একাধিক সূত্রে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে চাটমোহরের দুইটি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্র দুইটি হলো সরকারি আরসিএন এন্ড বিএসএন মযেল পাইলট উচ্চ বিদ্যালয় ও চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএমআই (ভেন্যু বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়)। পরীক্ষায় নকলবাজীর অভিযোগ পাওয়া গেছে। এদিকে সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অসুদুপায়ের দায়ে তিনজন পরীক্ষার্থীকে ধরা হলেও রহস্যজনক কারণে ছেড়ে দিয়েছেন কেন্দ্র সচিব। কেন্দ্র সচিব মোঃ খুরশিদ আলম বিষয়চি চেপে গিয়ে বলেন,এটাতো আমার জানা নেই। পরে বলেন,দেখেন নিজেদের স্কুল,এরপর আর এমন ঘটনা ঘটবেনা। এই কেন্দ্রের তদারকি কর্মকর্তা গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী শফিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ বিষয়ে পরে কথা বলবো।

আপনার জেলার সংবাদ পড়তে