কিশোরগজ্ঞে বই বিতরণ উৎসব

এফএনএস (আব্দুর রাজ্জাক, নীলফামারী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৫, ০৫:২১ এএম
কিশোরগজ্ঞে বই বিতরণ উৎসব

নীলফামারীর কিশোরগজ্ঞ উপজেলার গ্রানাডা গার্লস একাডেমীর শিক্ষার্থীদের মাঝে বুধবার সকালে বই বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুর মোহাম্মদ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওনুল হক শাওন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রোকসানা সাথী। এদিকে নীলফামারী সদরের জানকীনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল হক। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জছিজুল আলম মন্ডল, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতাউল গনী ওসমানী, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমানসহ সহকারী শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণের মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে