পাবনা-৩ এ স্থানীয় প্রার্থীর দাবিতে দুই নেতা বৃহত্তর সমাবেশের ডাক

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫, ০৬:৫৫ পিএম
পাবনা-৩ এ স্থানীয় প্রার্থীর দাবিতে দুই নেতা বৃহত্তর সমাবেশের ডাক

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) এ স্থানীয় প্রার্থীর দাবিতে মনোনয়নপ্রত্যাশী বিএনপি’র দুই নেতা বুহত্তর সমাবেশের ডাক দিয়েছেন। আগামী ৮ নভেম্বর  বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে চাটমোহর উপজেলা সদরের বালুচর খেলার মাঠে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলামের বাসভবনে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে দুই নেতা এই আহবান জানান। 

দুই নেতা হলেন,সাবেক সংসদ সদস্য,চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম আনোারুল ইসলাম ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা। 

এই দুই নেতা গত বুধবার (৫ নভেম্বর) পৃথক পৃথকভাবে এবং গতকাল বৃহস্পতিবার বিকেলে যৌথভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সমাবেশের ঘোষনা দেন। তারা বলেন,পাবনা-৩ আসনে বহিরাগত কোন ব্যক্তিকে জনগণ বিএনপি প্রার্থী হিসেবে মেনে নেবেন না। এই প্রার্থী পরিবর্তন না করলে এই আসন বিএনপি হারাবে। চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুরের জনগণ বহিরাগত কোন প্রার্থীকে চান না। তারা প্রার্থী পরিবর্তনের দাবি জানান এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সভায় বলা হয় আগামী ৮ নভেম্বর বিকাল ৩টায়  বালুচর খেলার মাঠের সমাবেশে পাবনা-৩ এর দলীয় প্রার্থীতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও পরবর্তী কর্মসূচী ঘোষণা দেওয়া হবে।

দুই নেতাই তাঁদের সকল নেতা-কর্মী ও সমর্থকসহ  পাবনা-৩ এলাকাবাসীকে সমাবেশে যোগদানের আহবান জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের কবাবে তারা জানান,প্রার্থী পরিবর্তন না হলে পরিবর্তিতে করণীয় বিষয়ে আপনাদের জানানো হবে। স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হবেন কীনা এমন প্রশ্নের জবাবে তারা বলেন,সময়ই সেটা বলবে। 

প্রসঙ্গতঃ পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন। 

আপনার জেলার সংবাদ পড়তে