ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটাররাও খেলতে পারবে বিপিএল

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫, ০৭:৩১ পিএম
ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটাররাও খেলতে পারবে বিপিএল

বিপিএলের সর্বশেষ আসরে ফিক্সিংয়ের কারণে অভিযুক্ত ক্রিকেটারদের নিয়েই হবে টুর্নামেন্টের আগামী আসর। শুরু থেকে যদিও ভিন্ন কথা বলে এসেছেন বিসিবি পরিচালক এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা। তবে এবার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। শুরু থেকে ফিক্সিং বিষয়ে তদন্ত চলমান থাকার কথা জানিয়েছিলেন বোর্ড কর্তারা। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদেরকে বিপিএলের পরের আসরে খেলতে দেওয়া হবে না বলে কয়েক দফায় গণমাধ্যমকে জানিয়েছেন বোর্ড কর্তারা। তবে এবার এসেছে নতুন খবর। সেই নতুন খবর প্রকাশ করেছে একটি জাতীয় দৈনিক। পত্রিকাটি এক প্রতিবেদনে জানিয়েছে, ফিক্সিংয়ে অভিযুক্ত কর্মকর্তা-কোচদের এবারের বিপিএল থেকে দূরে রাখা হবে। তবে ক্রিকেটাররা খেলতে পারবেন। তাদের নাম প্লেয়ার্স ড্রাফটে থাকবে এবং সেখান থেকে চাইলে যেকোনো দল তাদেরকে নিতে পারবে। সিদ্ধান্ত পরিবর্তন করার কারণ সম্পর্কে বিপিএল গভর্নিং কাউন্সিলের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা চাইলেই এটা করতে পারছি না। কারণ, অনেকের বিরুদ্ধে অভিযোগ পুরোপুরি প্রমাণিত হয়নি। তাদের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আরও তদন্ত প্রয়োজন, সেটি চলছে। অভিযোগ প্রমাণিত হওয়ার আগপর্যন্ত এই ক্রিকেটাররা খেলতে পারবে।’ বিসিবির দুর্নীতি দমন বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শালেরও একই পরামর্শ ছিল। তবে সন্দেহভাজনদের উপর বাড়তি নজর রাখা হবে বলে জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের কর্মকর্তা। খেলোয়াড়দের গতিবিধি থেকে শুরু করে তাদের ব্যবহার করা মোবাইল ফোন-সবকিছুই থাকবে কড়া নজরদারিতে। বিসিবির বর্তমান বোর্ড পরিচালকদের অনেকেই নানা ফ্র্যাঞ্চাইজির সাথে জড়িত। আগে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডেও ছিল একই চিত্র। ফলে এবারও কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠছে। তবে এই বিষয়টি এড়াতে গভর্নিং কাউন্সিল বোর্ডের কাছে ‘সেলফ ডিক্লারেশন’ এর প্রস্তাব রেখেছে। যেন বিপিএল সংক্রান্ত আলোচনায় সেসব ফ্র্যাঞ্চাইজির সাথে সম্পৃক্ত পরিচালকরা উপস্থিত না থাকেন।