রাজশাহীর বাঘায় অল্প পরিসরে বই বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারী) উপজেলার নিজ নিজ প্রতিষ্টান বই বিতরণ করেন। জানা গেছে, উপজেলার ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪৬টি মাধ্যমিক বিদ্যালয়, ১০ ভোকেশনাল বিদ্যালয়, ২২টি কেজি স্কুল, ৮টি ব্র্যাক স্কুল, ৯টি দাখিল মাদ্রাসাসহ মোট ১৭৯টি প্রতিষ্ঠান রয়েছে। প্রাথমিক স্তরে চতুর্থ এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা পেয়েছে বাংলা, গনিত, ইংরেজি বিষয়ে। অপর দিকে মাধ্যমিক স্তরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পেয়েছে গনিত, ইংরেজি ও চারুকারু বিষয়ে। অন্য শ্রেণির শিক্ষার্থীদের অল্প সময়ের মধ্যে দেওয়া হবে। এ বিষয়ে আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস খাতুন ও আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস জানান, উপজেলা শিক্ষা অফিস থেকে যে বইগুলো সরবরাহ করা হয়েছে, সেই বইগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছি, বই সংগ্রহ করে সাথে সাথে শিক্ষার্থীদের মাঝে বিতরণ দেওয়া হবে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফম হাসান জানান, অন্য শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে প্রাপ্তি সাপেক্ষে বাঁকী বই ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হবে। বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাস্মী আক্তার জানান, যে বইগুলো আগে পেয়েছি, সেগুলো বছরের প্রথম দিন সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। আশা করছি সকল শ্রেণির বই খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যাবে।