ডাকাত আতঙ্কে গত কয়েক দিন ধরে নির্ঘুম রাত কাটাচ্ছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মানুষ। সংঘবদ্ধ ডাকাত দলের হাত থেকে নিজেদের রক্ষায় বাধ্য হয়ে গ্রামে গ্রামে পাহারা বাসিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, গত এক সপ্তাহে গজারিয়া উপজেলায় দুটি সংঘবদ্ধ ডাকাতি ও বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা প্রথমে জানলার গ্রিল কেটে ঘরে ঢ়ুকে। তারপর অস্ত্রের মুখে বাসিন্দাদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। দুটি ডাকাতির ঘটনায় প্রায় এক কোটি টাকার মালামাল লুট করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) রাতে উপজেলার বালুয়াকান্দি, ভবেরচর ও টেংগারচর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, ব্যক্তি উদ্যোগে নিজেদের জানমাল রক্ষায় পাহারা বসিয়ে স্থানীয়রা। ডাকাত দলকে প্রতিরোধে পাহারা দিতে দেশীয় অস্ত্র, লাঠি, পাইপ ও টর্চ লাইট ব্যবহার করছেন গ্রামবাসী।
রায়পাড়া গ্রামে পাহারা দলের নেতৃত্ব দেওয়া মাসুদ প্রধান ইপু বলেন, ‘গত কয়েক দিনে গজারিয়া উপজেলায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। সাধারণ মানুষ আতঙ্কে আছে। আমাদের জানমাল আমাদের রক্ষা করতে হবে। আমরা গ্রামবাসী একজোট হয়ে পাহারা দিচ্ছি।’
ভবেরচর কলেজ রোড এলাকায় পাহারার দায়িত্বে থাকা ফাহিম সরকার বলেন, ‘অন্যান্য এলাকার মত আমরাও নিজ এলাকার নিরাপত্তায় পাহারার ব্যবস্থা করেছি। এলাকার তরুণরা স্বতঃস্ফূর্তভাবে এই পাহারা কার্যক্রমে অংশ নিচ্ছে।’