চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পদ্মার পানির নায্য হিস্যার দাবিতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টায় নাচোল বাসস্ট্যান্ড সংলগ্ন জেলাপরিষদ ডাকবাংলো প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। “আমাদের গঙ্গা-পদ্মা, আমাদের অধিকার, নায্য পানিবন্টনে হোক সমাধান”-এ দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাচোল উপজেলা ও পৌর শাখা এ গণ সমাবেশের আয়োজন করে। ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোঃ আলহাজ্ব আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৪৫ চাঁপইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোঃ হারুনুর রশিদ। অন্যতম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৪৩ চাঁপইনবাবগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোঃ শাহজাহান মিঞা। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম (তসি), নাচোল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাভোকেট মইনুল ইসলাম, প্রভাষক নুরকামাল, কসবা ইউপি চেয়াারম্যান জাকারিয়া আল মেহরাব।