আইনপেশা নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য : সাবেক সাংসদকে ক্ষমা চাওয়ার আহবান

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৫, ১২:৫০ পিএম
আইনপেশা নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য : সাবেক সাংসদকে ক্ষমা চাওয়ার আহবান

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে অনুষ্ঠিত একটি সভায় আইনপেশা সম্পর্কে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পৃথক পৃথক বিবৃতিতে সংগঠনগুলোর নেতৃবৃন্দরা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাবেক সাংসদকে ক্ষমা চাওয়ার আহবান করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, মেজবাহ উদ্দিন ফরহাদের এই বক্তব্য দ্বারা আইন পেশার মতো মহান পেশার সাথে জড়িত আইনজীবীদের অসম্মান করা হয়েছে। তার এই মানহানিকর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঢালাওভাবে প্রচারিত হওয়ায় আইনজীবীদের মান-মর্যাদা ও সামাজিক অবস্থান তীব্রভাবে ক্ষুন্ন হয়েছে। যে কারণে ওই বিএনপি নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। তার এমন নেতিবাচক বক্তব্যে সারাদেশের আইনজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য অবিলম্বে মেজবাহ উদ্দিন ফরহাদকে জনসম্মুখে তার বক্তব্য প্রত্যাহারসহ ক্ষমা চাওয়ার আহবান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে অনুষ্ঠিত একটি সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ আইনজীবীদের সম্পর্কে বলেন, ‘ওকালতি যারা করে, তারা কিন্তু টাউট-বাটপার।’ পরে তার এই বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

আপনার জেলার সংবাদ পড়তে