পরিবহন রুট শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠণ

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৫, ১২:৫২ পিএম
পরিবহন রুট শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠণ

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে গৌরনদী পরিবহন রুটের শিক্ষার্থীদের যাতায়াত সংকট সমাধান ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে “গৌরনদী পরিবহন রুট শিক্ষার্থী কল্যাণ পরিষদ”এর কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে উপদেষ্টা হিসেবে কলেজের কয়েকজন শিক্ষককে রাখা হয়েছে। পাশাপাশি তিনজন সিনিয়র ছাত্রকে ছাত্র উপদেষ্টা করা হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত বাস চলাচল, ভাড়া নির্ধারণ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই এ পরিষদের প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিবাগত রাতে জানা গেছে-নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম শাওন (হিসাববিজ্ঞান বিভাগ) এবং সাধারণ সম্পাদক হয়েছেন শ্রাবণী দাস (ইতিহাস বিভাগ)। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ফাইজুল্লাহ (ইসলাম শিক্ষা বিভাগ)।

এছাড়াও প্রতি সেশন থেকে ছাত্র প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে এই কমিটি গঠণ করা হয়েছে। যাতে গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর ও বাবুগঞ্জ রুটের সব শিক্ষার্থীর মতামত কার্যক্রমে প্রতিফলিত হয়।

কমিটির অন্যান্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি শেখ রবিউল ইসলাম (হিসাব বিজ্ঞান), সহ-সভাপতি সাজ্জাদ হোসেন সৈকত (সমাজ বিজ্ঞান), সাকিব ঘরামী (দর্শন), সানজিদা আক্তার (বাংলা) ও রোমান (ইসলামের ইতিহাস)।

যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ নয়ন (সমাজকর্ম), হৃদয় হাওলাদার (ইতিহাস), খাইরুল শিকদার (ব্যবস্থাপনা), সুমি হক (ব্যবস্থাপনা) এবং কাইফুর রহমান (সমাজ বিজ্ঞান)।

কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম জনি (গণিত) ও জান্নাতুল ফেরদৌস সীমা (হিসাব বিজ্ঞান)। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম হৃদয় ও আঁখি আক্তার। ছাত্র বিষয়ক সম্পাদক সুজয় কর্মকার (ইতিহাস) এবং ছাত্রী বিষয়ক সম্পাদক জুবাইদা (ব্যবস্থাপনা)।

নির্বাচিতরা জানিয়েছেন-কলেজের বাস সংকট নিরসন, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এই পরিষদ সক্রিয় ভূমিকা পালন করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে