ভোলার দৌলতখানে উপজেলা বিএনপি ৭ নভেম্বর পালন উপলক্ষে দৌলতখান পৌর শহরে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে। শুক্রবার সকাল ৯ টায় উপজেলা বিএনপি অফিসে দলীয় পতাকা উত্তোলন শেষে দৌলতখান পৌর শহরে একটি বর্ণাঢ্য র ্যালী বের করে উত্তর বাজার শহীদ মিনার চত্বরে গিয়ে র ্যালীটি শেষ হয়। পরে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, উপজেলা যুবদল নেতা আব্বাস উদ্দিন জাবেদ প্রমুখ। উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা এবং অঙ্গ সংগঠনের শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মৎস্যজীবীদল, তাঁতি দল ও ওলামা দলের সমন্বয়ে সুশৃংখল এ বর্ণাঢ্য র ্যালীটির পরিচালনায় ছিলেন উপজেলা বিএনপি নেতা খন্দকার জুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব আবু হেনা রিয়াজ।