সোনারগাঁয়ে দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কয়েকটি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় অনন্ত তিনজন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যদর্শী সূত্রে জানাযায়, দুই ভাইয়ের আধিপত্য বিস্তার, বালু মহল দখল ও কোম্পানির ঝুট নিয়ন্ত্রণ নিয়ে থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে দুই গ্রুপের লোকজনের মধ্যে সংর্ঘষ তৈরী হয়। এসময় ইটপাটকেল নিক্ষেপসহ বাড়ি-ঘর ভাঙচুর ও চারটি বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে হলে সংঘর্ষকারীরা তাদের লক্ষ করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। আগুনে জলিল সমর্থক রহিস উদ্দিন, তুক্কি মিয়া, বাদশা ও জাতীয় পার্টির নেতা সজীবের বসতঘর পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষে আহত তিনজনকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোনারগাঁ থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম খাঁন জানান, এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আব্দুর রউফ ও তার ছোট ভাই আব্দুল জলিলকে আটক করা হয়েছে।