নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় ইপিজেড কর্মীর মৃত্যু

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৫, ০৪:৫৯ পিএম
নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় ইপিজেড কর্মীর মৃত্যু

নীলফামারীতে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা লেগে রাশেদ পারভেজ (২৪) নামে এক ইপিজেড কর্মী নিহত হয়েছেন। শুক্রবার ৭ নভেম্বর জেলা সদরের টেক্সটাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদ পারভেজ নীলফামারী পৌরসভার কলেজপাড়ার মহর আলীর ছেলে ও উত্তরা ইপিজেডের ইপিএফ প্রিন্টিং লিমিটেড কোম্পানি প্যাকেজিং শাখার কর্মী ছিলেন। 

পুলিশ জানায়, মোটর সাইকেলে করে কর্মস্থল ইপিজেডের দিকে যাচ্ছিলেন রাশেদ। এসময় টেক্সটাইল মোড়ে পৌছালে ব্যাটারি চালিত অটোরিক্সাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিছনদিক থেকে আসা সৈয়দপুরগামী একটি বাসের সাথে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয় । পরে স্থানীয়রা তাকে নীলফামারী ২৫০ শষ্যা আধুনিক হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ। 

আপনার জেলার সংবাদ পড়তে